প্রথম নারী দাবা লিগের চতুর্থ রাউন্ডেই ঘটল বড় অঘটন। দেশের দাবার রানী ৭৭ বছরের রানী হামিদকে হারিয়ে চমক দেখিয়েছেন মাত্র ১১ বছরের নীলাভা চৌধুরী।
শনিবার রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সঙ্গে ২-২ গেম পয়েন্টে ড্র করেছে রানী হামিদের দল বাংলাদেশ পুলিশ। রানী ছাড়াও পুলিশের হেরেছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস। তাকে হারিয়েছেন নুশরাত জাহান আলো।
টানা তিন রাউন্ড জেতার পর পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে একটা ধাক্কা খেয়েছে রানী-তনিমাদের দল পুলিশ। যদিও তনিমা জিতেছেন রূপালী ব্যাংকের আফিরিন জাহান মুনিয়ার বিপক্ষে।
চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনী পূর্ণ ৮ পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ দ্বিতীয় স্থানে এবং ৬ পয়েন্ট করে নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও তিতাস ক্লাব তৃতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করেছে। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ ও কাজী জারিন তাসনিম হারিয়েছেন যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের আফরোজা হক চৌধুরী, মাইশা মাহজাবিন তিশা, সপ্তর্ষি রহমান ও নাজমা আক্তারকে।
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে, তিতাস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে, শাহিন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া বিনোদন ক্লাবকে পরাজিত করেছে।