আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশ ছাড়বে টাইগাররা। বিশ্বকাপের আগে মাহমুদউল্লাহ রিয়াদরা খেলবেন তিনটি প্রস্তুতি ম্যাচ, এর মধ্যে প্রস্তুতি ম্যাচ দুটি। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরে সুপার টুয়েলভে জায়গা পেতে হলে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে টাইগারদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে।
সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটু আগেভাগেই ওমানে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে কোয়ারেন্টিন পালন শেষে জৈব সুরক্ষা বলয়ে থেকে দল করবে অনুশীলন ক্যাম্প। বিশ্বকাপ শুরুর আগে অনুষ্ঠিত হবে তিনটি প্রস্তুতি ম্যাচ।
এর মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ হবে আইসিসির আয়োজনে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, একটি ম্যাচের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি শ্রীলঙ্কা। অন্য প্রতিপক্ষ কারা তা অবশ্য নিশ্চিত করতে পারেননি তিনি।
আকরাম বলেন, আমরা ৪ অক্টোবর ওমানে চলে যাব। সেখানে ট্রেনিং করব। ওমান থেকে দুবাইয়ে এসে প্রস্তুতি ম্যাচ খেলবো। সবকিছু ঠিক আছে। একটি দল শ্রীলঙ্কা। আরেকটি দল দেখতে হবে, এ মুহূর্তে মনে পড়ছে না। দুইটা প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি। আইসিসির সূচি অনুযায়ীই।
টাইগাররা অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি খেলবে নিজেদের ওমানের কন্ডিশনে মানিয়ে নিতে। এই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে ওমান ‘এ’ দলকে। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ দুটি অবশ্য বিশ্বকাপের অন্যতম মূল ভেন্যু দুবাইয়ে অনুষ্ঠিত হবে।