তিনদিনের কোয়ারেন্টিন পর্ব শেষে নিউজিল্যান্ড সিরিজের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ শুক্রাবার (২৭ আগস্ট) প্রথম অনুশীলনে নামলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। সকাল ১০টায় শুরু হওয়া টাইগারদের অনুশীলন চলে বেলা ১টা পর্যন্ত। তবে আজকের অনুশীলন পর্বে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করে স্বাগতিক বাংলাদেশ দল। দুপুর ২টায় অনুশীলনে আসবে সফরকারী নিউজিল্যান্ড দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ।
প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সেখান থেকে ওমরা পালন করতে পবিত্র সৌদি আরবে যান তিনি। হজ শেষ করে সৌদি আরব থেকে ২৫ আগস্ট ঢাকায় আসেন তিনি। দেশে ফিরেই হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টাইন করছেন সাকিব। তবে ২৮ আগস্ট থেকে সাকিব আল হাসানকে অনুশীলনে দেখা যাবে বলে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
আসন্ন সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।