শেষ বাঁশি বাজতেই কেনেথ ইকেচুকের কাঁধে চড়ে বসলেন ফয়সাল আহমেদ ফাহিম। নাইজেরিয়ান ইকেচুকে পারলে পুরো দলটাইকে মাঠের বাইরে নিয়ে আসতেন কাঁধে করে। তিনি যে সাইফ স্পোর্টিংকে একাই ম্যাচের পর ম্যাচ জিতিয়ে যাচ্ছেন। সর্বশেষ ৩ ম্যাচে ৫ গোল করেছেন এ নাইজেরিয়ান ফরোয়ার্ড।
আরেক নাইজেরিয়ান জন ওকোলিও কম যাচ্ছেন না। তিনি সর্বশেষ ৩ ম্যাচে গোল করেছেন ৪টি। দলকে জয়ের ধারায় রাখতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই দুই নাইজেরিয়ান ফরোয়ার্ড।
জুলফিকার মাহমুদ মিন্টুর জন্য দারুণ স্বস্তির বিষয় এটি। ইংলিশ কোচ স্টুয়ার্ট হল ও সাইফের সম্পর্ক ছিন্ন হওয়ার পর তরুণ মিন্টুর অধীনে হ্যাটট্রিক জয় পেল সাইফ। বৃহস্পতিবার উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন জন ওকোলি, অন্যটি ইকেচুকুর।
শেখ রাসেলের পর আবাহনীর বিপক্ষে জয়-ওই দুই ম্যাচের ৭ গোলের ৬টিই করেছেন ইকেচুকে আর জন ওকোলি। এক কথায় শেষ দিকে সাইফের ম্যাচগুলো হয়ে যাচ্ছে ইকেচুকে আর ওকোলিময়।
চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল না সাইফ, কাগজ-কলমের হিসেবে এখনও রানার্সআপ হওয়ার সুযোগ থাকলেও বাস্তবে সম্ভাবনা কম। পয়েন্ট টেবিলে একটা ভদ্রস্থ অবস্থানে থাকতেই শেষ দিকে দলটি যেন জেগে উঠেছে। টানা চার জয় সে চেষ্টারই ফল।
ম্যাচে জন ওকোলি ২৮ মিনিট ও ইনজুরি সময় গোল করেছেন, ইকেচুকে করেছেন ৬৬ মিনিটে। প্রতিপক্ষ উত্তর বারিধারার গোলদাতা মারুফ।
লিগের ২১ ম্যাচ শেষ সাইফের। তিন ম্যাচ হাতে থাকতে তাদের অবস্থান ৩৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে। আগেই রেলিগেশনের থাবা থেকে মুক্ত হওয়া উত্তর বারিধারা ১৯ পয়েন্ট নিয়ে পড়ে থাকল সেই ১০ নম্বরেই।