স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার (১ সেপ্টেম্বর)। এই সিরিজে অস্ট্রেলিয়া সিরিজের মত উইকেটই প্রত্যাশা করছে কিউইরা।
উইকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিউজিল্যান্ড, জানালেন ল্যাথাম
সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টম ল্যাথাম জানান, মিরপুরের চ্যালেঞ্জিং উইকেটের জন্য প্রস্তুত আছে তার দল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া মাসখানেক আগে যেমন উইকেট পেয়েছে আমরা এমন উইকেটের জন্যই প্রস্তুতি নিয়েছি।
বাংলাদেশে আসার আগে নিজেদের দেশে স্লো ও লো উইকেটে অনুশীলন করেছেন ল্যাথামরা। তাই মিরপুরের উইকেটের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার প্রত্যাশা তার।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে ভালো কিছু ক্যাম্প করে এসেছি। আমাদের এমন এক পিচে খেলতে হবে যেখানে প্রত্যাশার চেয়েও বেশি চ্যালেঞ্জ থাকবে। গত পাঁচ দিনে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখানে পাঁচটি ম্যাচ আছে, উইকেট ২-৩ বার ব্যবহৃত হবে। আমাদের প্রতি ম্যাচেই মানিয়ে নিতে হবে। দেখা যাক কেমন উইকেট পাই।
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলে আছেন কয়েকজন অনভিষিক্ত ক্রিকেটার। তাদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নতুন বিষয়। ল্যাথাম অবশ্য সতীর্থদের যথাসম্ভব নির্ভার থাকার বার্তা দিলেন।
তিনি বলেন, বেশিরভাগ সদস্যই এই পর্যায়ে খেলার অভিজ্ঞতা রাখে। কয়েকজন আগে স্কোয়াডে ছিল না। তাদের জন্য দলে জায়গা পাওয়া রোমাঞ্চকর। যত সম্ভব নির্ভার থাকা উচিৎ। গত ৫ দিন ভালো অনুশীলন হয়েছে। আজ অনুশীলনে তুলির শেষ আঁচড় দিব।
বাংলাদেশে আমাদের সময়টা ভালো যাচ্ছে। দলের চারপাশে ভালো পরিবেশ বিরাজ করছে। ক্রিকেটে নিজেদের উজাড় করে দিতে ছেলেরা মুখিয়ে আছে। আমরা এই সিরিজের আগে দুটি ক্যাম্প করেছি। তাই প্রস্তুতির দিক থেকে চিন্তা করলে এটা দীর্ঘ সময়। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছে সবাই