এই মুহুর্তে আফগানিস্তানের পরিস্থিতি টালমাটাল। তালিবানদের দখলে থাকা এই দেশে কার্যত সন্ত্রাসের রাজ চলেছে। আর এই পরিস্থিতিতে বিদেশে থেকে নিজের দেশের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন তারকা স্পিনার রশিদ খান।
এর আগে টুইটে তিনি বিশ্বের একাধিক রাষ্ট্রনায়কদের অনুরোধ করেছেন আফগানিস্তানের এই কঠিন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ানোর। এছাড়া দেশের মানুষদের জন্য বিশেষ বার্তাও দেন আফগান সুপারস্টার। এবার খেলার মাঠে নিজের দেশের প্রতি সহমর্মিতা জানাতে এই কাজ করলেন রশিদ।
বর্তমানে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন রশিদ। আর সেই টুর্নামেন্টের এলিমিনেটরে সাউদার্ন ব্রেভসের বিরুদ্ধে রশিদ নিজের গালে আফগানিস্তানের পতাকার ছোট্ট ছবি এঁকে মাঠে নামেন।
এদিকে আফফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চয়তা দিয়েছে যে তালিবান রাজত্ব সত্ত্বেও এর প্রভাব পড়বে না ক্রিকেটে। তবে তালিবানরা ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড দখল করে নিয়েছে। যা সম্ভাবনা, তাতে রশিদ খান সহ আফগানিস্তানের দুই ক্রিকেটার মহম্মদ নবি ও মুজিব উর-রহমান সরাসরি ইংল্যান্ড থেকে উড়ে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলতে।