করোনার কারণে পৃথিবী আর আগের মত নেই। আগের মত বিশ্বকাপের ট্রফি ট্যুরের সুযোগও নেই বললেই চলে। তাই বলে আইসিসি অবশ্য বসে নেই। ভার্চুয়াল ট্রফি ট্যুরের ব্যবস্থা করে সমর্থকদের মাঝে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক কার্লোস ব্রাথওয়েটের হাত ধরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভার্চুয়াল ট্রফি ট্যুর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে খোদ আইসিসি। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ক্রিকেট সমর্থক এর অংশ হতে পারবেন। সমর্থকরা তাদের পছন্দমত যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আরাধ্য ট্রফিটি।
আইসিসির ভার্চুয়াল ট্রফি ট্যুরের অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত ব্রাথওয়েট। তিনি বলেন, এই ট্রফি আমার জীবনের অন্যতম সেরা রাতের স্মৃতি মনে করিয়ে দেয়। তাই এই ট্রফি ট্যুর আমাকে অন্যরকম আনন্দ দিচ্ছে। সমর্থকরা এমন সব জায়গায় ট্রফি নেওয়ার সুযোগ পাচ্ছেন যেখানে আগে কখনও বিশ্বকাপ ট্রফি পৌঁছায়নি।
ব্রাথওয়েট আরও বলেন, কল্পনা করুন তো, বিশ্বকাপ ট্রফি আইফেল টাওয়ারে? কিংবা তাজ মহলে? আমি মুখিয়ে আছি সমর্থকদের সৃজনশীলতা দেখার জন্য।
সমর্থকরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির ছোঁয়া পাবেন আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যম পেইজ ও অ্যাকাউন্টগুলোর মাধ্যমে। থ্রিডি অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে এই অভিনব উদ্যোগের সৃষ্টি। ফিল্টারের মাধ্যমে সমর্থকরা তাদের যেখানে খুশি সেখানে ট্রফি নিয়ে বসাতে পারবেন। আকর্ষণীয় কনটেন্ট বানাতে পারলে আইসিসি দিবে উপহার