নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যেই ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টসে হেরে বোলিং করবে টাইগাররা। নিজেদের খেলা শেষ ৫ ম্যাচে দুই দলের পরিসংখ্যান এক। বাংলাদেশ ও নিউজিল্যান্ড জিতেছে ৪টি করে ম্যাচ। শেষ ৫ ম্যাচে
নিউজিল্যান্ডের রয়েছে টানা ৪ জয়। যেখানে বাংলাদেশের ছিল ৩ জয়। বিশ্বকাপের আগে শেষ সিরিজ হিসেবে এটি বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের কাছে। আর ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে স্বাগতিক দল চলে আসবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে। সেটাও আছে টাইগারদের নজরে।
কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুই পেসার ও তিন জন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। একাদশে ওপেনিংয়ে ফিরে এসেছে লিটন দাস ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এছাড়া প্রথম ম্যাচের একাদশে শরিফুলের পরিবর্তে খেলবেন সাইফুদ্দিন।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মাহেদী হাসান, সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ