বাংলাদেশে যেমনি পেসারদের কার্যকারিতা কম, ঠিক একইভাবে নিউজিল্যান্ডে কার্যকারিতা কম স্পিনারদের। নিউজিল্যান্ডের স্পিনাররা বাংলাদেশে খেলতে এলে তাই একটু বেশিই রোমাঞ্চ অনুভব করেন। তবে স্পিনে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্যের কারণে টাইগারদের হালকাভাবে দেখতে নারাজ কিউই স্পিনার এজাজ পেটেল।
নিউজিল্যান্ডের এই স্পিনার ৯টি টেস্ট খেললেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। বাংলাদেশ ও পাকিস্তান সফরে কিউইরা পাঠিয়েছে দ্বিতীয় সারির দল। এই দলে বোলিং আক্রমণের অন্যতম বড় ভরসা এজাজ।
তিনি জানালেন, বাংলাদেশের স্পিন বান্ধব কন্ডিশনে খেলার জন্য মুখিয়ে আছেন কতটা। এজাজ বলেন, রোমাঞ্চিত তো অবশ্যই। স্পিনাররা এমন কন্ডিশন পেলে অবশ্যই রোমাঞ্চিত হবে। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে স্পিন বাংলাদেশ ভালো খেলে। আর আমরা খেলতে এসেছি তাদের মাঠে। তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সবসময় মোমেন্টাম ধরে রাখতে হবে।
বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করা এজাজ সীমিত ওভারের অনেকগুলো ম্যাচ সামনে রেখে ভালো করতে মরিয়া। তিনি জানান, সাদা বলে অনেকগুলো ম্যাচ পাচ্ছি, আমার জন্য রোমাঞ্চকর। বাড়তি কোনো চাপ নিচ্ছি না। ম্যাচগুলোতেই মনোযোগ রাখছি।
বাংলাদেশ সিরিজ দিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা শুরু করেছেন থিলান সামারাবীরা। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার ইতিপূর্বে বাংলাদেশের ব্যাটিং কোচ ছিলেন। তার অভিজ্ঞতা থেকে নিউজিল্যান্ডের স্পিনাররাও নিচ্ছেন উপমহাদেশে ভালো করার দাওয়াই।
এজাজ জানান, সামারাবীরার সাথে আমরা স্পিনাররা কথা বলেছি। কী প্রত্যাশা করা যেতে পারে, কীভাবে বল করা যেতে পারে এসব নিয়ে কথা হয়েছে। উপমহাদেশে তার অনেক অভিজ্ঞতা। ব্যাটসম্যানদের মানসিকতা কেমন থাকবে- এসব ব্যাপারে তার কাছ থেকে জেনেছি।