তরুণ দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। তবে দলটি তরুণ হলেও তাদেরকে যে হালকাভাবে নেওয়া যাবে না সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রাখলেন দলের তরুণ সদস্য রাচিন রবীন্দ্র।
রাচিন রবীন্দ্র
যুবদলে একসাথে খেলেছেন ফিন অ্যালেন, বেন সিয়ার্স ও রবীন্দ্র। অনূর্ধ্ব ১৯ দলের পক্ষে বাংলাদেশ সফরও করেছেন তারা। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে অ্যালেনের। তার তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচই বাংলাদেশের বিপক্ষে। চলতি বছরের মার্চ মাসে টাইগারদের বিপক্ষে অ্যালেনের অভিষেক হয়েছিল। ৭১ রানের একটি ইনিংসসহ তিন ম্যাচে অ্যালেন করেছিলেন মোট ৮৮ রান। স্ট্রাইকরেট ২২০।
চলতি বছর আইপিএলেও ডাক পেয়েছিলেন অ্যালেন। অস্ট্রেলিয়ার জশ ফিলিপে আইপিএল ছাড়ার পরে তার জায়গায় অ্যালেনকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে খেলা হয়নি কোনো ম্যাচ। আইপিএলের দ্বিতীয় অংশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ব্যাটসম্যানও। তাই দ্বিতীয় অংশে আর তার খেলা হচ্ছে না।