ব্যাট হাতে রিশভ পান্টের সময়টা ভালো যাচ্ছে না। তবুও তাকে একাদশ থেকে বাদ দেওয়া হচ্ছে না। হেডিংলিতে ইংল্যান্ডের কাছে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর ব্র্যাড হগের অভিমত, পান্টকে এবার বাদ দেওয়া উচিৎ।
ভারতীয় দলে পান্টের অন্তর্ভুক্তিকে হগ আখ্যায়িত করেছেন হানিমুন পর্ব বলে। হেসেখেলে একাদশে থাকার দিন যে ফুরিয়েছে, হগ তা স্পষ্টভাবেই ইঙ্গিত করেছেন। একাদশে সূর্যকুমার যাদবকে সুযোগ দিয়ে উইকেটরক্ষকের দায়িত্ব লোকেশ রাহুলের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
লাল বলের টানে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে রঞ্জি ট্রফিতে অংশুমান
হগ বলেন, অস্ট্রেলিয়া সিরিজে পান্ট আগ্রাসী মনোভাবে ভালোই ব্যাট করেছে। কিন্তু ইংল্যান্ডে যখন বল বেশি ঘুরছে, দেখা যাচ্ছে সে এমন পরিবেশে ভালো করার মত নয়।
হগের মতে, রাহুল একইসাথে ওপেনার ও উইকেটরক্ষকের ভূমিকায় থাকলে তা তার জন্য চাপের কারণ হবে। তবে তাতে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন রাহুল। তাই পান্টকে একাদশ থেকে বাদ দেওয়ার মতামতটা জোর দিয়েই জানাচ্ছেন হগ। পান্টের বদলে সূর্যকুমারকে একাদশে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
হগ বলেন, সূর্যকুমার ছয় নম্বরে ব্যাট করতে পারে। এই পজিশনেই হয়ত তাকে সবচেয়ে ভালো মানাবে। ভারত এটা করে দেখতে পারে। তবে রাহুলের ওপর যে চাপ পড়বে, এটা মাথায় রাখতে হবে। পান্টের হানিমুন পর্ব এখানে শেষ হওয়া উচিৎ।
ইংল্যান্ড সিরিজে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাট করে পান্টের রান সাকুল্যে ৮৭। গত টেস্টে করেছেন মাত্র ৩ রান (প্রথম ইনিংসে ২ রান, দ্বিতীয় ইনিংসে ১ রান)। ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৭৬ রানের শোচনীয় পরাজয়ের পর ব্যর্থতার দায়ভার পড়ছে পান্টের কাঁধেও, যিনি আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হচ্ছেন বারবার।