পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে অসন্তোষ করেছেন দলটির সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের বিশ্বকাপ দল নতুন করে ঘোষণা করা হবে বলেও দাবি করেছেন তিনি।
বিশ্বকাপ দল ঘোষণার সময়সীমা ছিল ১০ সেপ্টেম্বর পর্যন্ত। গত ৬ সেপ্টেম্বর, একটু আগেভাগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে অসন্তোষ দেখান অনেকেই।
তাদের দলে যোগ দিলেন আফ্রিদিও। বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের স্কোয়াড মোটেও পছন্দ হয়নি তার।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, দল নির্বাচন নিয়ে আমি খুব অবাক হয়েছি। স্কোয়াডের ২-৩ জন ক্রিকেটারকে কেন নেওয়া হল আমি বুঝতে পারছি না। একইভাবে কিছু নাম কীভাবে বিশ্বকাপ স্কোয়াডে নেই তা-ও বুঝতে পারছি না।
স্কোয়াডে পরিবর্তন আসবে দাবি করে তিনি বলেন, আমি তথ্য পেয়েছি পিসিবি কিছু পরিবর্তন রেখে আরেকটি স্কোয়াড ঘোষণা করবে বিশ্বকাপের জন্য। বিশেষ বিবেচনায় স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি
ইতিপূর্বে শোয়েব মালিকের মত অভিজ্ঞদেরকে বিশ্বকাপ দলে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করায় বিশ্বকাপের পাকিস্তানের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে ম্যাথু হেইডেন ও ভ্যারনন ফিল্যান্ডারকে। তবে মেগা ইভেন্টের প্রাক্বালে তাদের কোচিং প্যানেলে নেওয়ায় দল খুব একটা লাভবান হবে না বলেও মত প্রকাশ করেছেন আফ্রিদি।
একনজরে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।
রিজার্ভ খেলোয়াড় : ফখর জামান, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।