ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে মোটে তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। যদিও সবকটি ম্যাচই ছিল ভারত পর্বে। আরব আমিরাত পর্বে কলকাতা নাইট রাইডার্স খেলে ফেলেছে পাঁচটি ম্যাচে। এর একটিতেও জায়গা হয়নি এই টাইগার অলরাউন্ডারের। দলটির সর্বশেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে। এমন হারের পর কলকাতার প্রধান কোচ ব্যান্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরর্বর্তী ম্যাচে একাদশে ফেরানো হচ্ছে সাকিবকে।
ম্যাককালাম বলেন, সাকিব দ্রুতই একাদশে ফিরবে। আমাদের হাতে বেশকিছু অপশন আছে, সিপিএলে সেইফার্ট অনেক ভালো করেছে। আমরা মিডল অর্ডারের শক্তি বাড়াতে চেয়েছিলাম, সাকিব একাদশে বিবেচনায় সবসময়ই আছে। তার বাঁহাতি বোলিং এবং ব্যাটিংয়ের কারণে আমরা তাকে শীর্ষ তিন ব্যাটারের একজন ভাবছি।সাকিব একাদশে বিবেচনায় সবসময়ই আছে। তার বাঁহাতি বোলিং এবং ব্যাটিংয়ের কারণে আমরা তাকে শীর্ষ তিন ব্যাটারের একজন ভাবছি। আর মিডল অর্ডারেও কাজে লাগতে পারে, পরের ম্যাচের ভাবনায় সে নিশ্চিতভাবেই থাকবে।