তিন তরুণ তুর্কি ও ঘরোয়া পর্যায়ের এক অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য ২০ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হতে পারে চারজনেরই।
প্রথমবারের মতো ডাক পাওয়া চারজন হলেন দুই পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহনাওয়াজ দাহানি, উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ও লেগস্পিনার জাহিদ মাহমুদ। বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি দিয়েই তাদের ওয়ানডে ক্যারিয়ার শুরুর সম্ভাবনা প্রবল।
পাকিস্তান দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০ বছর বয়সী ওয়াসিমের। যেখানে চার ম্যাচে ২ উইকেট নেন তিনি। আরেক পেসার ২৩ বছর বয়সী দাহানি চলতি বছরেই প্রথমবারের মতো খেলেছেন লিস্ট এ ও টি-টোয়েন্টি ম্যাচ।
উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে ২০ বছর বয়সী হারিসকে। যিনি সবশেষ ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ৪১ গড়ে করেছেন ২৮৯ রান। নতুনদের মধ্যে সবচেয়ে বয়স্ক ৩০ বছর বয়সী জাহিদ মাহমুদ।
এদিকে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন হারিস সোহেল, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ ও সোয়েব মাকসুদ।
আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ ১৯ ও ২১ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফাখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মাহমুদ।