বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড। অনুশীলন করেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে কিউইরা। আগামী ২৪ আগস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা কিউইদের। এরপর তিনদিন হোটেল কোয়ারেন্টাইন শেষে ২৯ আগস্ট সাভার বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু সিদ্ধান্ত বদলেছে কিউইরা।
এর আগে অস্ট্রেলিয়াও কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি সফরে। যদিও বিশ্বকাপ দলের একজন সদস্যও রাখা হয়নি নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে।
১ সেপ্টেম্বরে শুরু হবে প্রথম ম্যাচ। পরের চারটি হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে সেই সময় ম্যাচ শুরুর সময় নির্ধারণ করতে পারেনি বিসিবি। সোমবার জানা গেল ম্যাচ শুরুর সময়। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে সব ম্যাচই শুরু হয়েছিল সন্ধ্যা ৬টায়। তবে নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচই ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়।