ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন নাথান এলিস। বাংলাদেশের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। সেপ্টেম্বরে আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এলিসের। ৩.৩ ওভারে খরচ করে ফেলেছিলেন ৩৪ রান। তারপরেই যেন রূপকথার গল্পের মতো বিশ্বরেকর্ডে উঠে যান এলিস। পরের তিন বলেই তিনটি উইকেট পান এই ডানহাতি পেসার। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড গড়েন তিনি।
সিরিজে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পান এলিস। পরের ম্যাচটিতে অবশ্য প্রথম ম্যাচের চেয়ে ভালো বোলিং করেন, নেন দুইটি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচ শেষে তার শিকার মোট ৫টি উইকেট। বিগব্যাশ লিগে ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন এলিস। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে তার শিকার ৩৮টি উইকেট।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন। ১৫ জনের মূল সদস্যের স্কোয়াডে জায়গা পাননি এলিস। তবে স্ট্যান্ডবাই তিন জনের তালিকায় রাখা হয়েছে তাকে। জাতীয় দলের পথ সুগম হতেই আইপিএলেও দল পেতে দেরি হলো না অস্ট্রেলিয়ান ক্রিকেটারের।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই বছরের আইপিএলের নিলাম হয়েছিল। সেখানে অবিক্রিত ছিলেন এলিস। তার ভিত্তিমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। এপ্রিলে মাঠ গড়িয়েছিল আইপিএল। তবে করোনাভাইরাসের হানায় মে মাসের প্রথম সপ্তাহেই টুর্নামেন্টটি স্থগিত করে দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর-অক্টোবরে হবে বাকি ম্যাচগুলো। তবে বেশ কয়েকজন ক্রিকেটারকে দ্বিতীয় পর্বে পাবে না দলগুলো। তাই বিকল্প ক্রিকেটারদের দলে টানতে হচ্ছে।
এলিসকে কোন ফ্র্যাঞ্চাইজি দলে টেনেছে তা এখনো প্রকাশ করা হয়নি। তবে তিনটি দল তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, সেই তালিকায় থাকতে পারে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস।