দল আসার আগেই বাংলাদেশে পা রেখেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। দ্য হান্ড্রেড থেকে দুই ক্রিকেটার সরাসরি এসে পৌঁছেছেন ঢাকায়।
দ্য হান্ড্রেডে খেলতে দুই ক্রিকেটার এতদিন ইংল্যান্ডে অবস্থান করছিলেন। ইংল্যান্ডের ব্যতিক্রমধর্মী টুর্নামেন্ট শেষে দেশে ফিরে দলের সাথে যোগ দিতে গেলে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন পালন করতে হত তাদের। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তাই দুই ক্রিকেটারকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে।
শুক্রবার (২০ আগস্ট) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান গ্র্যান্ডহোম ও অ্যালেন। আজ থেকেই শুরু হবে দুই ক্রিকেটারের কোয়ারেন্টিন। যদিও তাদের সতীর্থরা বাংলাদেশে আসবেন ৪ দিন পর।
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড জাতীয় দল। দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বহনকারী বিমান। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে ক্রিকেটারদের নেওয়া হবে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে। গ্র্যান্ডহোম ও অ্যালেন আজ থেকেই ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
একনজরে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।