প্রিমিয়ার লিগ শেষে অবস্থান কী হবে শেখ রাসেলের? ১ থেকে ৫ এর মধ্যে থাকার সুযোগ তো আগেই শেষ সাবেক চ্যাম্পিয়নদের, ষষ্ঠ হওয়ার সম্ভাবনাও নিভুনিভু। এমন এক অবস্থায় ব্লুজদের বড় জয়ে কী যায়-আসে!
তারপরও জয় তো জয়ই। আর সেটা যদি হয় বড় ব্যবধানে, তাহলে তো কথাই নেই। তেমন এক জয় নিয়েই সোমবার ঘরে ফিরলো সাইফুল বারী টিটুর দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।
মৌসুমটা ভালো কাটেনি শেখ রাসেলের। প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর লিগে তাদের অবস্থানও মাঝামাঝিতে। সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতেই হার। জয় ভুলতে যাওয়া দলটি সোমবার জয়ে ফিরেছে উত্তর বারিধারার জালে ৫ গোল দিয়ে। এটা যেন অসময়ে জ্বলে ওঠা।
৫ গোলের দুটি করেছেন নাইজেরিয়ান অবি মনেকে, দুটি কিরগিজস্তানের বখতিয়ার। অন্য গোলটি রুমন হোসেনের। উত্তর বারিধারার গোলদাতা সুমন রেজা।
দুই ম্যাচ হাতে থাকা শেখ রাসেলের পয়েন্ট ৩৩। তাদের সামনে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা সাইফ স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ৩৬।