সম্প্রতি দারুণ ফর্মে আছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। জুলাই ও আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে দলের অন্য ব্যাটাররা যেখানে ব্যর্থ ছিলেন সেখানে ঠিকই ধারাবাহিক ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অসাধারণ ফর্ম তিনি ধরে রেখেছেন ঘরোয়া ক্রিকেটেও।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপের উদ্বোধনী ম্যাচে ১১১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন মার্শ। অনুশীলনে নাকি শুধু ছক্কা হাঁকানোতেই মনোযোগ দিচ্ছেন তিনি, সত্যি কথা বলতে গেলে আমি শুধুমাত্র ছক্কা হাঁকানোর অনুশীলন করছি। দেশের বাইরে সিরিজগুলো খেলার আগে আমি সত্যিই এটাই করেছি এবং আমার মনে হয়েছিল এটি আমার পক্ষে দারুণভাবে কাজ করছে। সুতরাং আমি এটি চালিয়ে যাব।
সম্প্রতি ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়ে সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন মার্শ। ১০ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে হাফ সেঞ্চুরি করেছেন ৪টি। স্ট্রাইকরেটটাও মন্দ নয়- ১২৪! তবে বিশ্বকাপে নিয়মিত তিনে ব্যাট করা স্টিভেন স্মিথ ফিরলে জায়গাটা হারাতে হতে পারে মার্শকে।
বিষয়টি মার্শের জানা আছে ভালো করেই। তিনি বলেন, ‘আমি ওপরের দিকে খেলার ব্যাপারে আশাবাদী। তবে আমরা বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় নিয়ে যাচ্ছি। স্টিভ স্মিথ অনেকদিন ধরেই এই জায়গাটাতে খেলছে এবং ভালো করে যাচ্ছে। সেই জায়গার জন্য সে-ই উপযুক্ত খেলোয়াড়।
বিশ্বকাপে যেখানেই ব্যাট করার সুযোগ পান সেখান থেকেই দলের জন্য সেরাটা দেওয়ার আশা প্রকাশ করে মার্শ আরো জানান, আমি যে ভূমিকাই পাই না কেন, সেটা তিন নাম্বারে ব্যাটিং করা হোক কিংবা মিডল অর্ডারেই হোক। আমি আমার ভূমিকা সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন থাকতে চাই এবং আমার সামর্থ্যের পুরোটা দিয়ে সেটি পালন করে যাব এবং আশা করি সেটা অস্ট্রেলিয়াকে জিততে সাহায্য করবে।