স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ (৮ সেপ্টেম্বর)। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দল এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায়।
প্রথম দুই ম্যাচ জিতে টাইগাররা সিরিজ জয়ের সুযোগ পেয়েছিল তৃতীয় ম্যাচেই। যদিও এই ম্যাচে ৫২ রানের বড় পরাজয় জুটে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড অবশ্য চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে। আর বাংলাদেশ জিতলে এটাই হবে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়।
হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এই ম্যাচেও যথারীতি আলোচনা উইকেট নিয়ে। সারা দেশে মাঝেমাঝে বৃষ্টির দেখা মিললেও ম্যাচ চলাকালে মিরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এই ম্যাচেও বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। উইকেট বিচারে টাইগাররা স্পিনেই বাড়তি গুরুত্ব দেওয়ার কথা রয়েছে। জয়ের ছন্দ ধরে রাখতে নিউজিল্যান্ডেরও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, স্কট কুগেলেইন, এজাজ পেটেল, জ্যাকব ডাফি।