কিরগিজস্তানে তিনজাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে কাগজ-কলমে ফেবারিট ছিল স্বাগতিকরাই। ১০১ অবস্থানে থাকা দলটি প্রথম ম্যাচে ফিলিস্তিনকে ১-০ গোলে হারিয়েই জানান দিয়েছিল ট্রফিটি তারাই রেখে দিচ্ছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে শক্তিমত্তার প্রমাণও দিয়েছে মধ্য এশিয়ার দেশটি।
মঙ্গলবার রাতে বিশকেকে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের ঘরেই ট্রফি রেখে দিয়েছে কিরগিজস্তান।
ফিফা র্যাংকিংয়ে ৮৭ ধাপ সামনে থাকা কিরগিজরা মাঠে সেই পার্থক্য দেখিয়েছে প্রাধান্য নিয়ে খেলে। দুই অর্ধে দুটি করে গোল আদায় করে ম্যাচটি তারা সহজেই নিজেদের করে নিয়েছে। ১০ মিনিটে প্রথম, ৪০ মিনিটে দ্বিতীয় এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় স্বাগতিকরা। ৫২ মিনিটে সুফিল গোল করে ব্যবধান ৩-১ করলেও শেষ দিকে সেটি আবার ৪-১ বাড়িয়ে নেয় কিরগিজস্তান।
বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল ফিলিস্তিনের কাছে। ওই ম্যাচের পরই বাংলাদেশের সেরা হওয়ার সম্ভাবনা উবে যায়। ৩-০ গোলে জিতলে বাংলাদেশের ভাগ্য খুলতো, সেখানে হেরেছে ৪-১ ব্যবধানে। বাংলাদেশ দুই ম্যাচে ৬ গোল খেয়ে শূন্যহাতে শেষ করলো টুর্নামেন্ট।
প্রথম ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। কিন্তু কিরগিজস্তানকে আটকাতে জেমির কোনো কৌশলই কাজে লাগেনি।
বৃহস্পতিবার বাংলাদেশ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।