ক্ষমতার পালাবদল হলেও আফগানিস্তানের ক্রিকেট নিয়ে শঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে। তালেবানদের ক্ষমতা দখলের কার্যক্রমের প্রভাবে ব্যাট-বল থেকে দূরে থাকা ক্রিকেটাররা অবশেষে ফিরেছেন অনুশীলনে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা রাজধানী কাবুলে অনুশীলন শুরু করেছেন। তালেবানরা ক্ষমতা দখলের পর সবচেয়ে বেশি প্রভাবিত শহর কাবুল। রাজধানী বলে এখানে তালেবানদের আনাগোনাও বেশি। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট। এখান থেকেই শুরু হচ্ছে তালেবান শাসনের আনুষ্ঠানিক কার্যক্রম।
তবে তাতে ক্রিকেটীয় কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি, ফলে স্বভাবতই ফিরেছে স্বস্তি। কাবুলেই ক্রিকেটাররা শুরু করেছেন অনুশীলন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)
গত এক দশকে রাজসিক উত্থান হয়েছে আফগানিস্তানের ক্রিকেটে। যুদ্ধ-বিগ্রহ লেগে থাকা দেশটিতে ক্রিকেটই এখন আনন্দের উপলক্ষ্য। তালেবানরা ক্ষমতা পাওয়ার পর ক্রিকেটে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না সেই শঙ্কা জেগেছিল। রশিদ খান, মোহাম্মদ নবীর মত ক্রিকেটাররা তালেবানদের পক্ষেও ছিলেন না।