চ্যাম্পিয়নস লিগ ও ইউরো কাপ জেতার সুবাদে উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন চেলসি ও ইতালির মিডফিল্ডার জর্জিনহো। এ পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেছেন চেলসির সতীর্থ এনগোলো কান্তে এবং ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে ।
বৃহস্পতিবার ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ১৭৫ পয়েন্ট পেয়েছেন জর্জিনহো। সেরা তিনে থাকা ডি ব্রুইনে ১৬৭ এবং কান্তে ১৬০ পয়েন্ট পেয়েছেন। লিওনেল মেসি এ তালিকার চার নম্বরে, ১৪৮ পয়েন্ট।
চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো কাপ জিতেছেন জর্জিনহো। চ্যাম্পিয়নস লিগে এক গোল-এক এসিস্ট করলেও, ইউরোতে কোনো গোল-এসিস্ট ছিল না তার। কিন্তু মাঝমাঠে দলের খেলা নিয়ন্ত্রণে অসামান্য অবদান রেখেছেন পুরো মৌসুমেই। যার পুরস্কারই পেলেন তিনি।
এদিকে অন্যান্য ক্যাটাগরিতেও চেলসির জয়জয়কার। উয়েফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চেলসির এডুয়ার্ড মেন্ডি, মিডফিল্ডার এনগোলো কান্তে এবং সেরা কোচের পুরস্কার জিতেছেন ক্লাবটির কোচ থমাস টুখেল।
দলকে ফাইনালে তোলার পথে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বর্ষসেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির রুবেন ডিয়াজ। বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন বরুশিয়া ডর্টমুমডের তরুণ প্রতিভা আর্লিং হালান্ড।