লিওনেল মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এই হ্যাটট্রিকের সুবাদে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে (৭৭) ছাড়িয়ে লাতিন অঞ্চলে সর্বোচ্চ ৭৯ আন্তর্জাতিক গোলের মালিক হয়ে গেছেন মেসি।
অধিনায়কের এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই উদ্বেলিত দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি মনে করেন, আর্জেন্টিনা জাতীয় দলে একটা ধারা রেখে যাচ্ছেন মেসি। যা সময়ের সঙ্গে অন্যরাও সামনে এগিয়ে নিয়ে যাবেন।
মেসির মতো ফুটবলারকে নিজ দলে খেলোয়াড় হিসেবে গর্বের কথা জানিয়ে ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, আর্জেন্টিনা জাতীয় দলের সব খেলোয়াড়ের জন্য একটা লিগ্যাসি রেখে যাচ্ছে মেসি। তাকে খেলোয়াড় হিসেবে আমি গর্বিত।
এসময় দলের অধিনায়কের প্রশংসা করে কোচ আরও বলেন, মেসি এমন একজন খেলোয়াড়, যে সবসময় পার্থক্য গড়ে দেয়। এ বিষয়ে আমার কখনও কোনো সংশয় ছিল না। জিতলে সবকিছু সহজ মনে হয়। কিন্তু মেসি আরও আগে থেকেই আইডল হয়ে গেছে।
মাসদুয়েক আগে কোপা আমেরিকার মাঠ নিয়ে হইচই হয়েছে অনেক। সে তুলনায় ঘরের মাঠে বেশ ভালো মাঠ পেয়েছেন বলে জানালেন আর্জেন্টিনা কোচ, এখানে মাঠ খুব দ্রুতগতির। এমন মাঠে খেলতে পারা সত্যিই আনন্দদায়ক। প্রতিপক্ষের জন্য এখানে এসে খেলা কঠিন হবে।
তবে বৃষ্টির কারণে এই মাঠে অনুশীলন করতে না পারার আক্ষেপও রয়েছে স্কালোনির। তিনি বলেছেন, এটা আর্জেন্টিনার অন্যতম সেরা মাঠ। কিন্তু বৃষ্টির কারণে আমরা অনুশীলন করতে পারিনি। তবে এমন মাঠে খেলা সবসময়ই বাড়তি আনন্দ দেয়। অবশ্যই এখানে প্রতিপক্ষের খেলা সহজ হবে না।