ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক কাইরন পোলার্ড। যদিও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে পোলার্ডের নাইট রাইডার্স।
এভাবেই আম্পায়ারের সিদ্ধান্তে নীরব প্রতিবাদ জানিয়েছেন পোলার্ড।
কোভিডের মধ্যেও বেশ ভালোভাবেই আয়োজন হচ্ছে সিপিএল টি-টোয়েন্টির এবারের আসর। টুর্নামেন্টের নবম ম্যাচে সেন্ট কিটসে মুখোমুখি হয়েছে নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া কিংস। টস হেরে ব্যাট করেও শেষদিকে দ্রুতই রান তুলছিলেন পোলার্ড ও টিম সেইফার্ট। তবে আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষোভ ভিন্নভাবে প্রকাশ করেছেন পোলার্ড।
১৯তম ওভারের ওয়াহাব রিয়াজের করা পঞ্চম বলটি টিভির পর্দায় পরিস্কার ওয়াইড বোঝা গেলেও আম্পায়ার সেটি নাকচ করে দেন। আর সেই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই ভিন্নভাবে আম্পায়ার থেকে দূরে সরে প্রতিবাদ জানান ত্রিনবাগো নাইট রাইডার্সের এই অধিনায়ক। অবশ্য পরের বলটি করার আগেই নন-স্ট্রাইক প্রান্তে ফিরে আসেন পোলার্ড।