শ্রীলঙ্কার হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সরে এসেছে পাকিস্তানে। লজিস্টিক কারণে শ্রীলঙ্কার মাটিতে এ সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না।রশিদ-নবীর নৈপুণ্যে আফগানিস্তানের সিরিজ জয়
মহামারী করোনাভাইরাসে একদিনে ১৮৭ জনের রেকর্ড মৃত্যুর পর শুক্রবার শ্রীলঙ্কার সরকার দেশটিতে লকডাউন জারি করেছে। এ লকডাউন দশ দিন থাকবে। এছাড়া আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে কাবুল থেকে সকল ধরণের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ আছে। তাই শ্রীলঙ্কায় এ সিরিজ আয়োজন সম্ভব না।
প্রথমে সড়কপথে পাকিস্তান যাওয়ার কথা ছিল আফগানিস্তানের। এরপর সেখান থেকে বিমানে করে দুবাই এবং দুবাই থেকে কলম্বো যাওয়ার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। তবে কোভিড-১৯ প্রটোকলের কারণে তা সম্ভব নয়।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি সিরিজটি পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানের কোন ভেন্যুতে সিরিজের ম্যাচগুলো হবে তা এখনো ঘোষণা করা হয়নি।